1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বেপরোয়া গরু চোর সিন্ডিকেট বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা মানিকগঞ্জে প্রাইমারী স্কুল শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা ও গর্ভের শিশুকে হত্যার চেষ্টা বটিয়াঘাটায় চাউল বিতরণে অসঙ্গতি: তৃতীয় বারের চাউল কোথায় গেল যুবলীগ নেতা গ্রেফতার অতঃপর মুক্তি দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার: নার্গিস বেগম চুয়াডাঙ্গায় টানা দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রেলপথ ছাড়লেন অবরোধকারীরা চাদপুর জেলা পুলিশ কর্তৃক ২০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি কলাপাড়ার মহিপুরে ইয়াবা কারবারির ঘরে হানা, পুলিশের জালে সুমন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের জয়দেবপুর জংশন রেললাইন সংলগ্ন স্থানে পুলিশের ধাওয়ায় দৌড় দিয়ে ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন এক লেবু বিক্রেতা

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের জয়দেবপুর জংশন রেললাইন সংলগ্ন স্থানে পুলিশের ধাওয়ায় দৌড় দিয়ে ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন এক লেবু বিক্রেতা।মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর জয়দেবপুর জংশনের পাশে বসে পরিতোষ নামের এক ব্যাক্তি লেবু বিক্রি করছিলেন। হঠাৎ পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে পালাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে তার পায়ের গোড়ালি থেকে কাটা পড়েছে।
আহত লেবু বিক্রেতা পরিতোষ চক্রবর্তী (৪৫) নওগাঁ সদর আত্রাই এলাকার বাসিন্দা। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পরিতোষ রেলাইনের পাশে অনেকের মতো নিয়মিত হকারি করে লেবু বিক্রি করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ওই স্থানে লেবু বিক্রি করছিলেন। দুপুর ১২টার দিকে সে তার লেবুগুলো অল্প অল্প করে বিক্রির উদ্দেশ্যে পলিথিনে ভরছিলেন। এসময় পুলিশ গিয়ে তাকে লাঠি দিয়ে পায়ে বাড়ি দেয়। আত্মরক্ষার্থে পরিতোষ ওইস্থান থেকে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যায়। এসময় ওই পুলিশ তাকে লাথি মারলে সে রেললাইনের উপরে পড়ে যায়। তাৎক্ষণাৎ একটি ট্রেন তার পায়ের উপর দিয়ে চলে গেলে পায়ের গোড়ালি থেকে কেটে যায়। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাকে ধাওয়া দেওয়া পুলিশ কর্মকর্তা হলেন, গাজীপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির।
ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল্লাহ হিরো। তিনি বলেন, পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে এক লেবু ব্যবসায়ী দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় পরিতোষ নামের ওই ব্যক্তিকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে পরিতোষ বেঁচে গেলেও তার পায়ের গোড়ালি রাখা যাবে না।
মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউর ইসলাম বলেন, রেলক্রসিং এলাকায় যাতে হকার না বসতে পারে তার জন্য সেখানে প্রতিদিন পুলিশ দায়িত্ব পালন করে। ওই হকার পুলিশ দেখে ভয়ে দৌড়ে যাওয়ার সময় তার পা ট্রেনের নিচে পড়ে। তাকে ধাওয়া দেওয়া হয়নি। আহত ওই ব্যাক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। মানবতার কারণে আমরা তার খোঁজখবরও রাখছি। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com