লাশ নিয়ে ফিরতে পারেননি আবদুল সালাম (৩৫), বরং ফিরলেন নিজেই লাশ হয়ে। পটুয়াখালীর গলাচিপার বুড়াগৌরঙ্গ নদীতে নিখোঁজের ১০ঘন্টা পর পাঙ্গাশিয়া চরের মাথায় বুধবার সকাল ০৬টার দিকে ডেকোরেটর ব্যবসায়ী আবদুল সালাম খানের লাশ জাল টেনে
উদ্ধার করেছেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা।
আবদুল সালাম খান চরবিশ্বাস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন চরবিশ্বাস গ্রামের সায়েদ আলী খানের পুত্র।
দক্ষিন চরবিশ্বাসের আবদুল সালাম খানের নিকটাত্মীয় ঢাকায় মারা যায়। লাশটি নিতে তিনিসহ কয়েকজন কাঠের একটি ছোট ট্রলার যোগে মঙ্গলবার রাত ৯টায় দক্ষিন চরবিশ্বাস থেকে রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ঘাটে যাচ্ছিলেন। পথিমধ্যে টিসিবি’র মালামাল নিয়ে পটুয়াখালী হতে চববিশ্বাস ইউনিয়নের উদ্দেশ্যে যাচ্ছিল একটি মালবাহী বড় ট্রলার। ঘটনাক্রমে আমগাছিয়া ডুবো চরে মঙ্গলবার রাত ৯টার সময় দুই ট্রলারে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। অনেকে সাঁতরিয়ে তীরে ফিরতে পারেন কিন্তু নিখোঁজ ছিলেন আবদুল সালাম। আবদুল সালামের আকস্মিক মৃত্যুতে আত্মীয়স্বজনের আহাজারিতে গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।