বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় খুবজিপুর ইউনিয়ন পরিষদে আজ (১৭ ফেব্রুয়ারি) গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ‘ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় গ্রাম আদালতের কার্যক্রম, এর গুরুত্ব এবং বিচার প্রক্রিয়ার সহজলভ্যতা সম্পর্কে আলোচনা করেন মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমম্ময়কারী গুরুদাসপুর উপজেলা গ্রাম আদালত, গুরুদাসপুর, নাটোর। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোঃ মনিরুল ইসলাম দোলন, চেয়ারম্যান, খুবজিপুর ইউনিয়ন পরিষদ। সভায় উপস্থিত ছিলেন, অত্র পরিষদের সচিব মোঃ মোঃ আজহারুল ইসলাম, মোঃ রুহুল আমিন, ১নং ওয়ার্ড সদস্য, মোঃ হাসান আলী, ২নং ওয়ার্ড সদস্য, মোঃ আমিনুল হক মিঠু, ৩নং ওয়ার্ড সদস্য, মোঃ নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড সদস্য, মোঃ মোন্নাফ আলী মোল্লা, ৫নং ওয়ার্ড সদস্য, মোঃ শামসুল হক, ৭নং ওয়ার্ড সদস্য, মোঃ আব্দুল মজিদ প্রাং, ৮নং ওয়ার্ড সদস্য, মোঃ আব্দুল আলিম, ৯নং ওয়ার্ড সদস্য, মোছাঃ জোসনা বেগম ১,২,৩ নং সংরক্ষিত মহিলা আসন, মোছাঃ ফরিদা পারভীন, ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা আসন, মোছাঃ আয়শা বেগম, ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা আসন, এছারাও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফছার আলী, ব্যবসায়ী মোঃ মজনু, কৃষক, মোঃ আজিজুল হক, মহিদুল, নান্নু, মুরশিদ আলী, চান্দু সরদার, আশরাফুল ইসলাম প্রমুখ সহ আরও অনেক ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।