বাংলাদেশের আদিবাসী অধিকার আন্দোলনের এক পথিকৃত ও ত্যাগী নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেন (৭২) আর নেই। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বারোকোনা নিজ গ্রামের বাড়িতে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, রবীন্দ্র নাথ সরেন দীর্ঘ সময় ধরে আদিবাসীসহ নিপীড়িত বঞ্চিত অধিকারহীন মানুষের জন্য কাজ করে গেছেন। সর্বদা হাস্যজ্জ্বল রবীন্দ্র নাথ সরেন জাতীয় আদিবাসী পরিষদের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলনে
সভাপতি নির্বাচিত হন।
এরপর থেকে রাজধানী ঢাকাসহ উত্তরবঙ্গের প্রায় সকল জেলায় আদিবাসী আন্দোলনে শামিল হয়েছেন। আদিবাসী-বাঙ্গালিদের ভূমি অধিকারের আন্দোলনে সশরীরে থেকে সংহতি জানিয়েছেন। তার নিজ জেলা দিনাজপুর সহ আদিবাসীদের যে কোন ধরনের বিপদে আপদে সবসময় তিনি ছুটে গেছেন এবং নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন।
আদিবাসীদের প্রিয় মানুষ, প্রান্তিক জনগণের অধিকার আদায়ের আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি শোক প্রকাশ করেছেন।