তীব্র শীতে কাঁপছে নওগাঁ, বইছে মৃদু শৈত্যপ্রবাহ আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা নওগাঁ। গেলো কয়েকদিনের থেকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে দেখা মিলছে না সূর্যের। ফলে শীতের তীব্রতা বেড়েছে।
শনিবার সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর আজ সেই তাপমাত্রা আরও নিচে ৮ দশমিক ৯ এ নেমেছে। গতকাল জেলায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। আজও ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলার সম্ভাবনা বেশি।
আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
গেলো কয়েকদিন থেকে নওগাঁয় ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ায় রাস্তাঘাট ফাঁকা থাকছে। ফলে যানবাহনের ভাড়া কমে গেছে। এদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ।
রানীনগর প্রতিনিধি, নওগাঁ।