চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় মাদক সম্রাট ও সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত শাহিদ রানা টিপু চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মমভাবে খুন হওয়া আব্দুল হাকিম পিন্টুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে নিহত পিন্টুর পরিবার, একই এলাকায় সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার এবং নির্যাতিত স্থানীয় বাসিন্দারা অংশ নেন।মানববন্ধনে বক্তাদের বক্তব্যমানববন্ধনে নিহত আব্দুল হাকিম পিন্টুর বাবা ও মামলার বাদী মো. হুমায়ন, পিন্টুর বোন মোসাঃ জান্নাতুন খাতুন, চাচা রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম, অপর হত্যাকাণ্ডের শিকার জিয়াউর রহমানের স্ত্রী মোসাঃ মিলিয়ারা, স্থানীয় শওকত আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন।বক্তারা বলেন, পিন্টু হত্যার দেড় মাস পেরিয়ে গেলেও মূল হোতা শাহিদ রানা টিপু চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্যরা এখনো গ্রেফতার হয়নি। পুলিশ এখন পর্যন্ত মামলার তিনজন আসামিকে গ্রেফতার করলেও মূল পরিকল্পনাকারীরা রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে।এছাড়া, টিপু চেয়ারম্যান ও তার অনুসারীরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, যার ফলে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা অবিলম্বে পিন্টুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণগত ১২ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চরবাগডাঙ্গার সোনাপট্টির পাশে লতিব মিনিস্টারের বাগানে আব্দুল হাকিম পিন্টুকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জানুয়ারি দুপুর ২টার দিকে তিনি মারা যান।এ ঘটনায় নিহতের বাবা মো. হুমায়ন ২৩ জানুয়ারি রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।