ছয় (৬) মামলার আসামি ডোমার বাজারে পানের দোকানের আড়ালে দীর্ঘ কয়েক বছর ধরে গাঁজা বিক্রির ব্যবসা করে আসতেছে শ্রী রাম নাথ রায় (৫৮) পিতা- মৃত গিরিধারী রায়,বাড়ী- পশ্চিম বোড়াগাড়ি কলেজ পাড়ায়। যা যুব সমাজের জন্য বিশাল বড় হুমকির বিষয়।
গতকাল বুধবার ডোমার- চিলাহাটি রাস্তার, ডোমার কলেজ পাড়ার শালকি ব্রীজের নিকট হতে ডোমার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর এর নির্দেশে এসআই কাওসার আলীর সঙ্গীও ফোর্স গাঁজা বিক্রির সময় লুঙ্গির খোচা থেকে ৪০টি পুড়িয়া মোট (১০০গ্রাম) গাঁজা সহ রাম নাথ রায়কে আটক করা হয়। গাঁজা ব্যবসায়ী রামনাথ রায় আটক হওয়াতে খুশি হয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি তার কঠোর শাস্তি হোক । স্থানীয় বাসিন্দা আবু হায়দার রনি (৩৬) বলেন যুব সমাজ ধ্বংসের মূল কারিগর ছিল এই রামনাথ রায় তাকে ধরার কারণে যুব সমাজ রক্ষা পাবে মাদকের ভয়াল থাবা থেকে।ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সব আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।