বেড়ীপটল যুব সমাজ কর্তৃক অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ। টাংগাইল জেলার গোপালপুর উপজেলার বেড়ীপটল গ্রামে তরুণ শিক্ষিত ছাত্র,যুবকদের সমন্বয়ে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন “বেড়ীপটল যুব সমাজ”। দীর্ঘ ১২/১৩বছর যাবত এই গ্রামের ছাত্র -যুবকরা গ্রামের অসহায় দুঃস্থ পরিবারের সাথে থেকে ভাগ্য উন্নয়নের লড়াই চালিয়ে গেলেও গত ২০২২ইং সালে সাংগঠনিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।সাংগঠনিকভাবে কার্যক্রম শুরুর পর থেকেই সংগঠনটি এলাকার অসহায় দুঃস্থ পরিবারের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইদুল ফিতরে দরিদ্র পরিবারের মাঝে ইদ উপহার হিসেবে তৈল,চিনি,সেমাই, সাবান ও দুধ বিতরণ, বিধবা মহিলাদের মাঝে কাপড় বিতরণ, এলাকার যুবকদের মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন,সামাজিকভাবে মসজিদ, গোরস্থানের বিভিন্ন কার্যক্রমে নিজেদের ওতপ্রোতভাবে জড়িত রাখাসহ বিভিন্ন ধরণের মানবিক কাজের সাথে থেকে এরা কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় এবারের শীতে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ৪০টি কম্বল বিতরণ করা হয়।সংগঠনের যাবতীয় কাজের অর্থায়ন সংগঠনের কর্মী ও এলাকার উৎসাহী কিছু ব্যাক্তির নিকট থেকে করা হয়।বুধবার রাতে সংগঠনের স্থায়ী সদস্য জনাব মোঃ সোহেল রানা মজনু, সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ ইমরান সরকার,সহ সভাপতি-খলিলুর রহমান, সংগঠনের অন্যতম শুভাকাঙ্সখী মোঃ মোন্নাফ ব্যাপারীসহ আরো অনেকের উপস্থিতিতে, সংগঠনের সাধারণ সম্পাদকের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে কম্বল পৌছে দেয়া হয়।