আজ বিগত ৪/৫ দিন যাবত তীব্র শীত ও ঘন কুয়াশা ছিল মেহেন্দীগঞ্জ এর সকল ইউনিয়নে, কদিন ধরে সূর্যের আলো দেখেনি প্রায় ইউনিয়নের মানুষ, তারই মধ্যে বৃহস্পতিবার ১৮/১/২০২৪,সকাল থেকে মূসলধারায় বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে, এই আবহাওয়ার কারনে অসুস্থ হয়ে যাচ্ছে নবজাতক শিশু বৃদ্ধ লোক।
ঘর বন্দি হয়ে আছে হাজার মানুষ কর্মহীন আছে দিনমজুর মানুষ। সংসার চালাতে হিমসিম খাচ্ছে এই এলাকার মানুষ, প্রচান্ড শীতের কারনে রোপন করা যাচ্ছে না ইরি ধান, এরই মধ্যে জানা গেলো যে আজকের বৃষ্টির কারনে ক্ষতি গ্রস্ত হবে তরমুজ চাষী ও সকল প্রকারের সবজি চাষীরা, কারন শীতে মধ্যে বৃষ্টি এর জন্য নষ্ট হয়ে যেতে পারে এই সব ফসল তাই চিন্তায় দিন কাটাচ্ছেন মেহেন্দীগঞ্জ এর চাষীও দিন মজুররা।