ব্রাহ্মণবাড়িয়া – স্ত্রী হত্যার দায়ে স্বামী সাত্তার মিয়াকে (৫০) ১০ বছরের কারাদণ্ড ও৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এ রাই প্রদান করে। সাত্তার মিয়ার বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে। সাত্তার মিয়া মৃত সানু মিয়ার ছেলে। রায়ের সময় আসামি সাত্তার মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরির আঘাতে খুন হয় জোসনা বেগম। এ ঘটনায় জোসনার বাবা বাদি হয়ে নিহত জোছনার স্বামী সাত্তার সহ আর ও ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই হত্যা মামলার আসামি স্বামী সাত্তার মিয়াকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারের পর সাত্তার মিয়া আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারা জবানবন্দিতে ছুরির আঘাতের কথা স্বীকার করেন । একই বছর ৫ নভেম্বর মামলার ৩ জন আসামিদের সংশ্লিষ্টতা না পাওয়ায় প্রধান আসামি সাত্তার কে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত সকল সাক্ষী প্রমাণ বিচার বিশ্লেষন করে প্যানেল কোড ৩০৪ এর পাট-১ অনুযায়ী আসামি সাত্তারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অন্যথায় আরোও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।