শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেছেন, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার অটো-সিএনজি চালকদের কাছে যে চাঁদা আদায় করা হয়; কাল থেকে ঝিনাইগাতী উপজেলার সিএনজি-অটোচালকদের আর চাঁদা দিতে হবে না। ঝিনাইগাতী এখনও পৌরসভা হয়নি। এখানে আবার কীসের চাঁদা।বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ ঘোষণার পরে উপজেলা দুইটির সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুইটি উপজেলায় অন্তত ১৫ স্থানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। তারা চাঁদা আদায়ে নানা ধরনের জুলুম নির্যাতন করে আসছে বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই রিকশা চালককে মারধর করার অভিযোগ যায় এমপি শহিদুল ইসলামের কাছে। এরপরে তিনি সব ধরনের চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।
সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেন, আমি এ আসনের জনগনের সেবক। তাদের দুঃখ, দুর্দশা খুঁজে খুঁজে বের করা আমার কাজ। চাঁদাবাজি এমনিতেও ভয়ংকর অপরাধ। তার উপর যখন শুনলাম রিকশা চালককে মারধর করেছে। তখন থেকেই চিন্তা করলাম আমার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না।
তিনি আরও বলেন, আমি এমপি হিসেবে এপিএস নিব না। কারণ এপিএসরাই সকল জনপ্রতিনিধিদের ডুবায়। আপনারা শুধু আমাকে সহযোগিতা করে যাবেন, আমি আপনাদের সহযোগিতা নিয়েই এমপিগিরি করতে চাই। বিরোধী দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই এমপি বলেন, আপনারা অযথা অন্যায় না করলে কেউ আপনাদের সঙ্গে অসাদাচরণ করবে না। আমি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে চাই। আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আমরা এক সঙ্গে মিলে এলাকার উন্নয়ন করবো এবং আগামী নির্বাচনে আবার আলাদা হয়ে নির্বাচন করবো। জনগণ যাদের চাইবে তারাই আবার জনপ্রতিনিধি হবে। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলার কয়েকশ সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা থেকে চাঁদা (জিপি) আদায় বন্ধের ঘোষণায় চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা বলেন, চাঁদা দিতে দিতে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। গেল সপ্তাহে চাঁদা নিয়ে মারামারিও হয়েছে। রাস্তায় চাঁদাবাজি বন্ধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।