1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় চার্জশিট বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে বিষপানে মেয়ের আত্মহনন সাবেক রিক্সা চালক কালু মেম্বারের চাঁদাবাজি, ককটেল হামলা, আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি, ফিল্ম স্টাইলে বনে গেছেন কোটিপতি গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরচিত গণহত্যায় জাতীয়তাবাদী ছাএদলের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ ডেকেছে প্রশাসন বিদেশী পর্যটকরা বাবু ডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেন শিক্ষক পরিষদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন কলাপাড়ায় হত্যার আলামত সাজিয়ে এক গৃহবধূ প্রেমিকের সাথে উধাও নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরায় যোগদান উপলক্ষে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা সাভারে কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২

জুয়া খেলার পাওনা টাকা না দেওয়া সরিষাবাড়ীতে একজনকে হাত-পা বেঁধে ঝুলিয়ে হত্যা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার গভীর রাতে আরামনগর বাজার এলাকায় রাসেল মিয়া (৩৫) নামে এক চা দোকানিকে বন্ধুরা হাত-পা বেঁধে দোকানের ধরনায় ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর এলাকার আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া চা দোকানে কাজ করতো। রাসেল মিয়াকে তার বন্ধুরা প্রতিদিনই বাসা থেকে জুয়া খেলার জন্য ডেকে আনতো। বন্ধুরা বাজার এলাকায় মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরে জুয়া খেলতো। গত কয়েকদিন আগে রাসেল মিয়া জুয়া খেলে তার বন্ধুদের সাথে হেরে যায়। বন্ধুরা অনলাইন জুয়া খেলার সময় রাসেলের কাছে সাড়ে তিন হাজার টাকা পাওনা হয়। টাকা না দেওয়া রাসেলের বন্ধুরা আজ বৃহস্পতিবার গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে আনে। পরে বাজারের একটি চায়ের দোকানের ভিতরে তাকে হাত-পা বেঁধে দোকানের ধর্ণার সাথে ঝুলিয়ে হত্যা করে। পরিবারের লোকজন সকালে রাসেলকে খুঁজতে থাকেন। পরে হাফিজুরের চায়ের দোকানের ভিতর রাসেলের ঝুলানো লাশ দেখতে পেরে পরিবারকে স্থানীয় লোকজন খবর দেন। খবর পেয়ে রাসেলের পরিবার-পরিজন রাসেলের লাশ সনাক্ত করেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকাল দশটায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত রাসেলের বাবা ওয়াহিদুল ইসলাম বলেন, জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় আমার ছেলে রাসেলকে তার বন্ধুরা বাড়ি থেকে ডাইকা আইনে মাইরে। এখন আমার কি হইবো গো। আমি রাসেলকে সবসময় বলছি তুই খারাপ পোলাপানের সাথে যাইস না ।একথা বলছে আর রাসেলের বাবা কাঁদছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, হাত-পা বাধা অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com