লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলামের নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এতে নিহতের মা-স্ত্রী, আত্বীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীসহ প্রায় কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।রবিবার দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়ন বাসীর আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মানিকুল হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি কাউকে গ্রেপ্তার করতে না পারে তাহলে কঠোর আন্দোলন ও বিক্ষোভ করবেন বলে বক্তারা ঘোষনা দেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের মা সামছুন্নাহার, স্ত্রী, শাকিলা বেগম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধার সন্তান আজিজুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সবুজ, সাদেকুল ইসলাম স্বপন প্রমূখ।
নিহতের মা সামছুন্নাহার বলেন, আমার ছেলের কি অপরাধ ছিলো যে মেরে ফেললো। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করলো না কেন? আমার ছেলেকে যারা মেরে ফেলে তাদের ফাঁসি চাই।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোড় ভাবে কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব জড়িতদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্যঃ গত ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের পাইকার পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মানিকুল ইসলামের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ঘটনার দিন রাতেই নিহতের মা সামছুন্নাহার বাদি হয়ে অজ্ঞাত নামায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এদিকে পরের দিন শনিবার সকালে উপজেলার একই এলাকায় বাঁশ ঝাড় থেকে মানিকুলের কাটা মাথা উদ্ধার করে পুলিশ।