বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘দেশ শুধুমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। তারেক রহমান দেশের গণতন্ত্র রক্ষা করবেন।’ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী সরকার প্রমুখ। অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু আরও বলেন, ‘বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী, উন্নয়ন ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী। ফ্যাসিস্টরা কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃতে দেশের মানুষ তা প্রতিহত করবে।’