1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে এস এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন শিক্ষার্থী নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত দুই মৌলভীবাজারে সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবী খুন;গ্রেফতার ৫ মাগুরাতে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশাসনের কঠোর নজরদারির মধ্যদিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত তারাগঞ্জে প্রধান শিক্ষক কে ঘিরে( দুই) গ্রুপের সংঘর্ষ, অহত ৬ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে নকলায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত পাঁচবিবিতে আউশ ধানের বীজ ও সার পেল ২৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এস এস সি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরণ পুলিশ দেখে পালাচ্ছিলেন, পকেটে মিলল ইয়াবা

সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS) পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
ঝিনাইগাতী, রাংটিয়া এলাকার  “সীমান্ত যুব উন্নয়ন সংঘ(SZUS)”
একটি শিক্ষামূলক ও সামাজিক উন্নয়ন সংগঠন”
এন,জি,ও ব্যাক্তিত্ব মোঃ রেজাউল করিম নাসিম এর নেতৃত্বে এবং সাধারন সদস্য জনাব আলী হোসেন রাজ এর নাম করনে, সকলের অদম্য চেষ্টা ও সহোযোগীতায়  ১০-০৫-২০১৯ খ্রীস্টাব্দে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত করে আসছে।
* করোনা কালীন সময়ে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
* অসহায়,দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান,
* পবিত্র ঈদে অসহায়,দরিদ্র পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ,
* এলাকার হতদরিদ্র মানুষের বিনামূল্যে, কাফনের কাপড় প্রদান
*  বিভিন্ন সরকারি বেসরকারি অফিস হতে এলাকার মানুষের জন্য প্রশিক্ষণ এবং উপকরণ প্রাপ্তিতে সহযোগিতা করা,
* সাম্প্রতিক বন্যা-২০২৪ইং এ ৭০টি ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য সামগ্রী  বিতরণ।
* আফিদা জাহান বিনতে আলীম মেমোরিয়াল ট্রাস্ট এর অর্থায়নের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারে পূনর্বাসনের ব্যবস্থা।
ইত্যাদি কার্যক্রম সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে
এই সংগঠন টি
সকলের প্রত্যাশা আমাদের এই সংগঠনটি  মানব কল্যাণ মুখী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে  একদিন অনেক বড় একটা জায়গায় গিয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ।
সংগঠনটি শেরপুরে জেলার,ঝিনাইগাতী উপজেলার,নলকুড়া ইউনিয়ন এর সীমান্তবর্তী গ্রামে অবস্থিত  সেই ধারাবাহিকতায় এবার ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উপজেলার ৩০ টি  অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এ সীমান্ত যুব উন্নয়ন সংঘ ( SZUS)
শনিবার (২৯ মার্চ) সকাল ৯:৩০ টার দিকে এই পরিবার গুলোর মাঝে  উপহার তুলে দেন সীমান্ত যুব উন্নয়ন সংঘ ( SZUS)
তাদের ফান্ডের  আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে ৩০টি অসহায়,দরিদ্র  সদস্যের একটি পরিবারের জন্য ১. কেজি  পোলাও চাউল.
 ২.কেজি ভাতের চাউল.
 ৩.সোয়াবিন তৈল-৫০০গ্রাম.
৪.সেমাই-৫০০ গ্রাম.
৫.আলু-১কেজি .
৬.পিয়াজ-১কেজি
৭.দুধ- ২ প্যাকেট
৮.সাবান-১টি.
৯.চিনি-৫০০গ্রাম.
১০.নারিকেল তৈল.
উপহারসামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।
এসব উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মো: রেজাউল করিম
( সভাপতি)  সীমান্ত যুব উন্নয়ন সংঘ, রাংটিয়া-ঝিনাইগাতী-শেরপুর
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রুকুনুজ্জামান জামান (চেয়ারম্যান)  ৩ নং নলকুড়া ইউনিয়ন ঝিনাইগাতী শেরপুর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম, এ নজরুল ইসলাম  ( অধ্যক্ষ ভারপ্রাপ্ত)  ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ ঝিনাইগাতী শেরপুর
রাংটিয়া এলাকার উপকারভোগী সদস্য জনাবা অমিলা বেগম  বলেন, খুব কষ্ট করে রোজাগুলো পার করলাম। কখনো ভাবিনি এত গুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি আল্লাহ আইন্নে গোর (আপনাদের) ভালা করুক।
আয়োজক সীমান্ত যুব উন্নয়ন সংঘ(SZUS) প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী সদস্যরা বলেন , পবিত্র ঈদে গরিব-দুঃখী মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে পারলেই ঈদ উদযাপন স্বার্থক এবং সুন্দর হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবানরা যদি একটু আন্তরিক এবং দয়ালু হন তাহলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ উদযাপন অত্যন্ত আনন্দময় হবে। আমরা প্রত্যাশা করব দেশের সরকার ও বিত্তবানদের আন্তরিকতায় প্রত্যেকটি উৎসব হবে সবার জন্যে অন্যরকম।
 দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সবাই যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। আমাদের এ সংগঠন দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য নানারকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভবেই আত্মতৃপ্তি পাচ্ছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com