1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার পটুয়াখালীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতির শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হৃদয়ে সৈয়দপুর সংগঠনের নতুন কমিটি গঠন,সভাপতি জোবায়দুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ রুবেল বগুড়ার শিবগঞ্জে জমি দখলের অভিযোগ, আতঙ্কে চাকলমা ডাক্তার পাড়ার বাসিন্দা তরিকুল ইসলাম মধ্যনগরে রাজনৈতিক মামলায় ১জন ওয়ারেন্টভূক্ত ৪জন আসামি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল স্থানীয় পরিচালক নিয়োগের দাবিতে মানববন্ধ কলারোয়া আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রস্তুতি মূলক সভা ইসলামিক আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন টঙ্গীবাড়িতে এতিম চাচাতো ভাইয়ের নির্মানাধীন ঘর ভেঙ্গে দিল সেন্টু শিকদার

রামপাল মোংলা বুড়িরডাঙ্গা ইউনিয়ন কাপালির মাঠ মন্দিরে যজ্ঞ ও পূজার আয়োজন

মোঃ মহসিন খান
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
রামপাল (বাগেরহাট), ৫ এপ্রিল ২০২৫
বাগেরহাটের রামপাল মোংলা বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালির মাঠ সর্বজনীন মন্দিরে আয়োজিত এক বিশাল যজ্ঞ ও পূজানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে তার অংশগ্রহণকে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।
তিনি তার বক্তব্যে বলেন,ধর্মীয় অনুষ্ঠানগুলো মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সর্বজনীন মন্দিরের এই আয়োজন তারই প্রমাণ। তিনি এ ধরনের উদ্যোগকে সামাজিক শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি আরো বলেন আজ এই পবিত্র বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালির মাঠ সর্বজনীন মন্দিরে মহাযজ্ঞ ও পূজার আয়োজনে সমবেত হয়ে আমি অত্যন্ত গর্ব ও শ্রদ্ধার সাথে অনুভব করছি যে, আমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আজও অটুট রয়েছে। এই ধরনের পবিত্র অনুষ্ঠান আমাদের সমাজে সম্প্রীতি, ভক্তি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে, যা আমাদের সকলকে এক সুতোয়ে গেঁথে রাখে।আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই মহাযজ্ঞের আয়োজক কমিটি এবং স্থানীয় জনগণকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে আজ আমরা এই পুণ্যময় অনুষ্ঠানের সাক্ষী হতে পেরেছি। এখানে উপস্থিত হয়ে আমি দেখতে পেয়েছি কীভাবে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যৌথ শক্তি ও ঐক্য প্রদর্শন করছি।ধর্মীয় অনুষ্ঠান শুধু ধর্মেরই প্রতীক নয়, এটি সম্প্রীতিরও বার্তা বহন করে। বাংলাদেশ সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল, এবং সরকার সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।তার এই বক্তব্য উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা পায়।
মন্দিরের পক্ষ থেকে জানানো হয়, এই যজ্ঞ ও পূজার আয়োজন করা হয়েছিল এলাকার সমৃদ্ধি ও শান্তি কামনায়। পূজার ফাঁকে ফাঁকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মনকে আধ্যাত্মিকতায় ভরিয়ে তোলে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই মন্দির বহু বছর ধরে এলাকার হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের মিলনস্থল হিসেবে কাজ করে আসছে। এবারের আয়োজনেও তার ব্যতিক্রম হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এই মন্দিরটি এলাকার হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। যজ্ঞ ও পূজার আয়োজনে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন, যা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে বিবেচিত।
কৃষিবিদ শামিম রহমান শামীমের উপস্থিত অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে,তার এই অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com