1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপনের নির্দেশনা ও বাবুলের সম্মতিতে খাঁজনা মুক্ত হল সরিকল বন্দরের ২৪‘র চেতনায় বিশ্বাসীদের নিয়ে কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা গড়ে তুলেছেন ঐক্যতান স্বামী হত্যার বিচার চেয়ে কয়রায় স্ত্রীর আকুল মিনতি: দীর্ঘ অপেক্ষার পরও ন্যায়বিচার অধরা নোয়াখালী সদর হাসপাতালে রুগিদের সেবা নামে চলছে ব্যাবসা ঝিনাইদ‌হে ৮৪০ টাকার জন্য কিল ঘু‌ষি‌তে মুদি দোকানি কে হত্যা বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান সাজসজ্জায় কাজিরহাট থানায় গভীর রাতে (স.মিলে) করাত কলে দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয় ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ ২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিরাজগঞ্জ দরগা রোডে পৌর আইন লঙ্ঘন করে ৮ তলা ভবন নির্মাণ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম তার আপন ছেলে তোজাম্মেল হক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন

মো:পাসা ইব্রাহিম নওগাঁ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম তার আপন ছেলে তোজাম্মেল হক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 এ বিষয়ে অভিযোগকারী সাইফুল ইসলাম বলেন, গত রমজান মাসে তার একমাত্র উপার্জনের মাধ্যম চার্জার চালিত অটো ভ্যান তার নিজ বাড়ি থেকে চুরি হয়। ঘটনার প্রায় ১মাস পেরিয়ে যাওয়ার পর গত ১০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যান চুরির বিষয়ে সাইফুল ইসলামের ছেলে রুবেলকে সন্দেহ করে তার কাছে জানতে চাইলে রুবেলের বড় ভাই তোজাম্মেল হক রাগান্বিত হয়ে তার বাবা সাইফুল ইসলাম সহ তার সৎমা ও সৎ ভাই মুনমুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
গালিগালাজের একপর্যায়ে তোজাম্মেলের শশুর মো:মুর্তুোজা সাইফুল ইসলাম ও তার ছোট ছেলে মুনমুনকে মারধর করে।
অভিযোগকারী সাইফুলের স্ত্রী মোছাম্মৎ মাসুমা আক্তার বলেন, এ ঘটনার পরের দিন ১১ এপ্রিল শুক্রবার সকাল প্রায় ৭টার সময় অভিযুক্ত মর্তুজা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গালিগালাজের একপর্যায়ে তাকে মারধর করে।
এ ঘটনায় আজ শনিবার সকাল ১০টায় গ্রামবাসীদের কাছে জানতে চাইলে নিলা বলেন, ঘটনা যখন ঘটে তখন আমরা ছিলাম না।তবে জানা যায় অটো ভ্যান চুরিকে কেন্দ্র করে সাইফুল ও তার ছেলে মুনমুনকে রাজাপুর গ্রামের বাসিন্দা মোর্তোজা ও মাইনুল কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করে।
অপর এক গ্রামবাসী একরামুল বলেন, এ ঘটনার পরের দিন মর্তুজা সকালে সাইফুলের দ্বিতীয় স্ত্রী মোছাঃ মাসুমা আক্তার এর বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে মুর্তোজার পথ আটকিয়ে মাসুমা ও তার ছেলে মুনমুন মারধর করে।
সাইফুলের ছোট ছেলে মুনমুন বলে, গত ১১ এপ্রিল শুক্রবার সকালে তার মা মোছা: মাসুমা আক্তারকে অভিযুক্ত মোর্তজা মারধর করে, একজন মহিলা মানুষকে মারধর করা দেখে রাস্তার লোকজন মোর্তজাকে মারধর করে।
এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com