1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপনের নির্দেশনা ও বাবুলের সম্মতিতে খাঁজনা মুক্ত হল সরিকল বন্দরের ২৪‘র চেতনায় বিশ্বাসীদের নিয়ে কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা গড়ে তুলেছেন ঐক্যতান স্বামী হত্যার বিচার চেয়ে কয়রায় স্ত্রীর আকুল মিনতি: দীর্ঘ অপেক্ষার পরও ন্যায়বিচার অধরা নোয়াখালী সদর হাসপাতালে রুগিদের সেবা নামে চলছে ব্যাবসা ঝিনাইদ‌হে ৮৪০ টাকার জন্য কিল ঘু‌ষি‌তে মুদি দোকানি কে হত্যা বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান সাজসজ্জায় কাজিরহাট থানায় গভীর রাতে (স.মিলে) করাত কলে দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয় ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ ২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিরাজগঞ্জ দরগা রোডে পৌর আইন লঙ্ঘন করে ৮ তলা ভবন নির্মাণ

ঘাটাইলে চ্যাংটা খাল খননের উদ্বোধন: কৃষি ও পরিবেশ উন্নয়নে নতুন অধ্যায়

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের মাকেশ্বর এলাকায় অবস্থিত চ্যাংটা খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে খাল খননের উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ। চ্যাংটা খালটি দীর্ঘদিন ধরে বর্জ্য ও মাটির স্তুপে বন্ধ হয়ে পড়ে থাকায় এর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে চাষাবাদের জন্য পানি সংকট দেখা দিত। খালটি খননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা এলাকার কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ আবু সাঈদ বলেন, “বাংলাদেশ ভৌগলিকভাবে একটি বদ্বীপ দেশ। সময়ের সঙ্গে সঙ্গে খাল ও নদীগুলো দখল, ভরাট এবং অপ্রবাহমান হয়ে পড়েছে। ঘাটাইল উপজেলায় আমরা ১০টি খাল পুনঃখননের পরিকল্পনা নিয়েছি, যাতে করে কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ে।” তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু কৃষিই নয়, বরং পরিবেশগত ভারসাম্য, জলজ সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায়ও তা কার্যকর হবে। স্থানীয় বাসিন্দারা জানান, খালটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পানি না থাকায় আশপাশের জমিগুলোতে নিয়মিত ফসল ফলানো সম্ভব হচ্ছিল না। স্থানীয় এক কৃষক বলেন, “এই খাল খনন আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসবে। এখন আবার আমরা ধান, শাক-সবজি এবং অন্যান্য ফসল চাষে আগ্রহী হবো।” স্থানীয় জনগণ খাল খননের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com