জয়পুরহাট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,
“শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অবদান অপরিসীম। যারা কর্মক্ষেত্রে জীবন হারিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সংহতির বার্তা দেয়।”
তাঁরা আরও বলেন,
“এই সহায়তা যেন সাময়িক না হয়ে, একটি স্থায়ী সহায়তা ব্যবস্থার অংশ হয়। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।”
অনুষ্ঠান শেষে মৃত শ্রমিকদের জন্য দোয়া ও পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন অতিথিরা।