দুর্যোগের ঝুঁকি কমাতে কয়রা সদর ইউনিয়নে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল। গতকাল বুধবার (১৬ এপ্রিল) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। সভায় ইউপি সদস্য, শিক্ষক, সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় তাদের মূল্যবান মতামত ও বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরেন। ইউপি সদস্য শেখ আবুল কালাম আজাদ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান কোহিনুর, সরদার নাজমুছ সাদাত, এস এম শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মাষ্টার বিএম আঃ রাজ্জাক, সমাজসেবক মুনছুর রহমান সানা, ননী গোপাল মজুমদার, মোল্যা মনিরুজ্জামান মনি, আশিকুজ্জামান প্রমুখ আলোচনায় অংশ নেন। বক্তারা দুর্যোগের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত ত্রাণ ও সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপের প্রস্তাব করেন। সভায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিকে আরও জোরদার করতে স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।জেজেএসের প্রস্তুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার দাস এবং এপিও এস এম এ মজিদ স্থানীয়দের এই সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং তাদের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এই সমন্বয় সভাটি কেবল গতানুগতিক আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং দুর্যোগের সময় কিভাবে একে অপরের পাশে দাঁড়ানো যায় এবং সম্মিলিতভাবে ক্ষয়ক্ষতি কমানো যায় সেই বিষয়ে একটি স্পষ্ট চিত্র তৈরি করতে সহায়ক হয়েছে বলে মনে করেন উপস্থিত সকলে।