সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের চিকিৎসা খাতের বৈষম্য দুরিকরণের দাবিতে পঞ্চগড় জেলাবাসীর আয়োজনে চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট নির্মিতব্য মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন করেন পঞ্চগড়ে ৫টি উপজেলা ও পৌর সভার এবং ইউনিয়নের সকল স্তরের জনগন কে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তা বাদীদল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ বক্তব্য বলেন এই পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত বা বর ধরনে যদি সমস্যা হয় হয় সাময়িক চিকিৎসা দিয়ে রংপুর ও দিনাজপুর হস্তান্তর করে। অনেক সময় রংপুর ও দিনাজপুর যাওয়ার আগেই মাঝ রাস্তায় রোগী মৃত্যু হয়। তাই আমরা আর এভাবে মৃত্যু চাইনা। আমরা চাই এই ১০০০ শয্যা হাসপাতাল টি আমাদের পঞ্চগড় জেলায় স্থাপন করার হোক।