ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি চাউল বিতরণ শুরু হয়েছে। গফরগাঁও উপজেলার ১৫ টি ইউনিয়নের হতদরিদ্র উপকারভোগীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ১নং রসুলপুর ইউনিয়নের চৌরাস্তা মোড়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মেসার্স রাইসা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ এনামুল হক ৫০৬ জন কার্ড ধারী তথা উপকারভোগীর মাঝে চাউল বিতরণ কাজ শুরু করেন। এ সময় তদারকি অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব, মোস্তাফিজুর রহমান সাহেবের উপস্থিতিতে মেসার্স রাইসা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ এনামুল হক এবং তার সহযোগী তাফাজ্জুল হুসেনকে নিয়ে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ কাজ শুরু করেন। খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মোঃ এনামুল হক বলেন তদারকি অফিসারকে নিয়ে কার্ড ধারী সনাক্ত করে চাউল বিতরণ করা হচ্ছে। প্রতিকার্ডধারীকে ১৫ টাকা কেজি হারে নগদ ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাউলের বস্তা দিয়ে দিচ্ছি। এ ছাড়া কেউ যদি চাউল নিয়ে বিক্র করে দেয় তাদের কেউ সনাক্ত করে তালিকাভুক্ত করে রাখছি। যা পরে ইউএনও মহোদয়ের নিকট জমা দেওয়া হবে। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব, মোস্তাফিজুর রহমান বলেন খুব সুন্দর ভাবে চাউল বিতরণের কাজ শুরু হয়েছে। আশা করছি সুষ্ঠভাবে তা বিতরণ কর্মসূচী শেষ হবে। ইনশাআল্লাহ