সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ থানার,বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্র গ্রাম উদ্বোধন করা হয়েছে ২৪ প্রকার ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্মনাম নাম সংকীর্তনের। গতরাত ১২টা ১ মিনিটে স্থানীয় সুধীজন, দেশের খ্যাতনামা ছয়টি দলের কর্মকর্তা বৃন্দ এবং বাইরে থেকে আগত সর্বস্তরের ভক্তবৃন্দদের নিয়ে উদ্বোধন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানটি জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম অনুষ্ঠানের সার্বিক সহায়তার দেয়ার কথা কথা বলেছেন। এছাড়াও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দেয়া হয়েছে সার্বিক সুযোগ সুবিধা। গত ৪২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই অনুষ্ঠান। এবারে ৪৩ বছর পূর্তিতে অনুষ্ঠানটি নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রতিটি রাস্তার মোড়ে সাজানো হয়েছে সুদৃশ্য গেট। দৃষ্টিনন্দন অনুসন্ধান অফিস এবং ভক্তদের সেবা নেয়ার জন্য সাজানো হয়েছে ভক্ত সেবা জায়গাটিও। দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত দেয়া হবে ভক্তদের যুগোল অন্ন সেবা। বিভিন্ন প্লেকার্ডে বাইরের থেকে আসন্ন ভক্তদের পথনির্দেশনা দেয়া হয়েছে। অনুষ্ঠানের সভাপতি বাবু উৎপল কুমার দেবনাথ এবং সাধারণ সম্পাদক সুজিত মন্ডল বলেন দীর্ঘদিন ধরে চলে আসা এই অনুষ্ঠান আমাদের দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্য বহন করে। আমরা এই ঐতিহ্যের ধারক এবং বাক হিসাবে কাজ করছি।