গত ৭ মার্চ ২০২৫ ইং তারিখে ত্রি-বার্ষিক সাধারণ সভার মাধ্যমে আলহাজ্ব আসমাউল হোসেন চেয়ারম্যান,হোসাইন আহমেদ আকাশ সদস্য সচিব, লিটন শেখ বাঘা, সেকেন্দার আলী, মাহাবুর রহমান সদস্য, সহ ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালোনা কমিটি গঠিতহয়েছিলো।বাংলাদেশের শ্রম আইন ও বিধিমোতাবেক নির্বাচনের সকল কার্যক্রম পরিচালোনার মাধ্যমে আজ ১৭ ই এপ্রিল বিকেলে নির্বাচন পরিচালোনা কমিটির চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে বিধিমোতাবেক সদস্য সচিব হোসাইন আহমেদ আকাশ সদস্য মোঃ লিটন শেখ বাঘা সহ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন যথাক্রমে মোট ১৭টি পদে একটি করিয়া মোট ১৭টি বৈধ মনোনয়ন পত্র জমা পড়ায় এবং কোন পদে একের অধিক প্রার্থী না থাকায় নিম্নোক্ত ব্যক্তিদেরকে তাদের নামেরপড়ে বর্ণিত পদে অদ্য ১৭/০৪/২০২৫ইং তারিখ হতে আগামী ০৩ (তিন) বৎসরের জন্য “বিনা প্রতিদ্বন্দ্বিতায়” বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন- রেজি নং- রাজঃ ২৭০৩-এর ঠিকানা অস্থায়ী কার্যালয়: বড় মসজিদ লেন, নিউ মার্কেট, বগুড়া-এর কার্যকরী কমিটির নির্বাচনে চূড়ান্ত নির্বাচিত কর্মকর্তা হিসাবে ঘোষণা করেন। মোনারুল ইসলাম, সভাপতি, টেবিল। ওসমান গণি, কার্যকরী সভাপতি, খেজুর গাছ। মিস্টার প্রামানিক, সহ-সভাপতি, পানপাতা। মুছা, সহ-সভাপতি, কলম। জুলফিকার রবিন, সাধারণ সম্পাদক, হরিণ। রুহুল আমিন ছোটন, সহ-সাধারণ সম্পাদক, হারিকেন। গোলাম মোস্তফা মিলন, সহ-সাধারণ সম্পাদক, হাত ঘড়ি। সফিকুল ইসলাম সজল, সহ-সাধারণ সম্পাদক, তালাচাবি। আল আমিন হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক, গরু গাড়ী। আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক, ফুলদানি। মিল্লাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, ফুটবল। ফারুক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক, গোলাপফুল। বেলাল হোসেন, দপ্তর সম্পাদক, কলম। আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক, মাইক। বিষ্ণু চন্দ্র ঘোষ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, একতারা। মোহাম্মাদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক, টুপি। অপু দেস, কার্যনির্বাহী সদস্য।