শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া সংস্কার করতে গিয়ে দুই ভায়রার অকাল মৃত্যুতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইগাতী উপজেলার নেতৃবৃন্দ।শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পক্ষ থেকে ওই পরিবার দুটিকে আর্থিক সাহায্য ও শিশুদের বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বাংলাদেশ ছাত্রশিবির সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা শাখার নেতৃবৃন্দ দল, নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভূঁইয়াবাড়ি ও রাংটিয়া গ্রামে মৃত নিরঞ্জন কোচ এবং নারায়ণ কোচের বাড়িতে যান। এ সময় তিনি মারা যাওয়া উপার্জনক্ষম দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জনাব, মোঃ হামিদুল ইসলাম নাহিদ (সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইগাতী উপজেলা) জনাব, মোঃ মোসলেহ উদ্দিন (সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইগাতী উপজেলা) মোঃ জাকারিয়া খান সভাপতি ৩নং নলকূড়া ইউনিয়ন ছাত্র শিবির। উপজেলা ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে অসহায় দুটি পরিবারকে তাৎক্ষণিক সাহায্য হিসেবে আর্থিক সাহায্য ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার দুটিকে আর্থিক সাহায্যের জন্য অন্যান্য সংগঠনের সাথে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। কোন সংগঠন থেকে বরাদ্দ পাওয়ামাত্র তাদেরকে অর্থ কিংবা খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, গত রবিবার (১৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ি গ্রামে কূপ সংস্কার করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ি গ্রামের নীলমোহন কোচের ছেলে কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) মৃত্যু বরণ করেন।