1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মালিকসহ ব্যবসায়ীকে জরিমানা পাঁচবিবি তে ডিবি পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে আটক কয়রায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে গণসংযোগ নওগাঁ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা বান্দরবানে লামায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই শ্রীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে শ্রমিকের মৃত্যু মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, নওগাঁ থেকে আটক ২ কালীগঞ্জের বিষ্ণুপুরে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার আত্মহত্যা সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে গ্রেপ্তার বাবা

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি

হৃদয় হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী প্রাণিস্বাস্থ্য সচেতনতা ও পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃ ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) অডিটরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ১৫টি ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে নিজেদের জ্ঞান, যুক্তিবাদিতা ও বিশ্লেষণী দক্ষতা প্রদর্শন করেন। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়, যৌক্তিক চিন্তাভাবনার চর্চা এবং পেশাদারিত্বের বিকাশ ঘটানো। দেশের ১৫টি ভেটেরিনারি স্কুল থেকে মোট ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। Tab Round থেকে সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। সেমিফাইনালে বাকৃবি প্রতিদ্বন্দ্বিতা করে শেকৃবির সঙ্গে এবং মাভাবিপ্রবি মুখোমুখি হয় গাকৃবির। উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। আগামী ২৬ এপ্রিল ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০২৫-এর চূড়ান্ত পর্বে এ দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আয়োজনের স্পনসর হিসেবে সহযোগীতা করে এসিআই এনিমেল হেলথ, আদিয়ান এগ্রো লিমিটেড, প্রোভেট রিসোর্সেস লিমিটেড, আড়ং ডেইরি, এবং ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ভেটেরিনারি শিক্ষার্থীরা কেবল শ্রেণিকক্ষে নয়, বাস্তব অভিজ্ঞতা ও মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার (স্বপন), সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (BVC) রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা, সরকারি ও বেসরকারি পর্যায়ের ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) ও দি ভেট এক্সিকিউটিভ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব ভেটেরিনারি দিবস। প্রাণিস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভেটেরিনারিয়ানরা এই খাতকে সামনে এগিয়ে নিচ্ছেন এবং মানুষের আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বিশ্ব ভেটেরিনারি দিবসের তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে এবং পেশাদার ভেটেরিনারিয়ানদের অবদানকে সর্বজনের সামনে তুলে ধরতে সহায়তা করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com