মঠবাড়িয়া পৌরসভার উদ্যোগে নিউ মার্কেট খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে আজ দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এবং মঠবাড়িয়া পৌর প্রশাসক জনাব আব্দুল কাইয়ূম মহোদয়ের নির্দেশে পরিচালিত এ অভিযানে খালের জায়গা দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়। পৌর প্রশাসক বলেন, “দীর্ঘদিন ধরে খাল দখল করে রাখা এসব অবৈধ স্থাপনা জনসাধারণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। খালটির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়েছে।” এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় পুলিশ প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৌরবাসীর মাঝে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।