নেত্রকোণা জেলাধীন আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের নাড়াচাতল গ্রামের দ্বীন ইসলামের কন্যা শিশু কণা আক্তারের ধর্ষককে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী কল্যাণ সংস্থা, বানিয়াজান আটপাড়া, নেত্রকোনা আয়োজনে বিক্ষোভে বক্তব্য রাখেন নারী কল্যাণ সংস্থা, বানিয়াজান, আটপাড়ার সভানেত্রী উম্মে কুলসুম হিন্দা খানম, সহ-সভানেত্রী শামসুন্নাহার খানম, রানোয়ারা বেগম, দুওজ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিনারা আক্তার, শান্তা দেবনাথ। এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। বিক্ষোভ সমাবেশে তারা অবিলম্বে ধর্ষকের সবর্চ্চো শাস্তি দাবি করেন।