আলোকিত সমাজ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত পাহাড়গাঁও সমাজকল্যাণ পাঠাগারের কার্যকরি অফিস উদ্বোধন হয়েছে। ১৮ ই এপ্রিল রোজ শুক্রবার রাত ৯.০০টার সময় আনুষ্ঠানিক ভাবে এই অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।অফিস উদ্বোধন অনুষ্ঠানে মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে ও মোঃ খুবাইব এর পরিচালনায় অফিস উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অফিসটি হরিপুর উপজেলার ৪নং ডাংগীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাহাড়গাঁও গ্রামের হরিপুর -রানীশংকৈল বিশ্বরোড সংলগ্ন এলাকায় উদ্ভোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারী জনাব মোঃ রমিজউদ্দিন আহমেদ ও উপজেলা জামায়াতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জনাব মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীরগন্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পাহাড় গাঁও সমাজকল্যাণ পাঠাগারের অন্যতম উপদেষ্টা জনাব মোঃ মোতাহার হোসেন ও বীরগড় দারুল উলুম শরিফীয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার ও পাহাড়গাঁও সমাজকল্যাণ পাঠাগারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ মোকাররম হোসেন। এসময় উপস্থিত ছিলেন পাহাড় গাঁও সমাজকল্যাণ পাঠাগারের অন্যতম উপদেষ্টা জনাব মোঃ আনোয়ার হোসেন ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মান্নান, পাঠাগারের সহ-সভাপতি জনাব মোঃ নূর মোহাব্বত টুটুল সহ-সেক্রেটারী জনাব মোঃ সালাহউদ্দিন, পাঠাগারের কোষাধ্যক্ষ মোঃ রায়হানুল কবির বিপ্লব, মোঃ আরিফ হোসেন,মোঃ আরমান,আব্দুল্লাহ আল আসিফ, মোঃ শুয়াইব প্রমুখ।