রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সমমনভাবাপন্ন কয়েকটি সংগঠনের ঝটিকা মিছিল জনমনে আতঙ্ক তৈরি করছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এসব সংগঠন পুলিশের গতিবিধি অনুসরণ করে হঠাৎ করে কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থামিয়ে দ্রুত মিছিল করে আবার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। এ ধরনের ঝটিকা কর্মসূচি এক থেকে দুই মিনিট স্থায়ী হয়। পরে এসব ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সংগঠনের অস্তিত্ব জানান দিচ্ছে তারা। ডিএমপি আরও জানায়, তাৎক্ষণিকভাবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার সম্ভব না হলেও, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অনেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ডিএমপি অনুরোধ জানিয়েছে, এসব বিচ্ছিন্ন ঘটনার কারণে অহেতুক আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার। এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”