1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মালিকসহ ব্যবসায়ীকে জরিমানা পাঁচবিবি তে ডিবি পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে আটক কয়রায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে গণসংযোগ নওগাঁ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা বান্দরবানে লামায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই শ্রীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে শ্রমিকের মৃত্যু মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, নওগাঁ থেকে আটক ২ কালীগঞ্জের বিষ্ণুপুরে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার আত্মহত্যা সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে গ্রেপ্তার বাবা

গণতান্ত্রিক ভারসাম্য চায় এনসিপি: আখতার হোসেন

Mokbular Rahman
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, বর্তমান সংবিধান গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করতে ব্যর্থ। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “এ সংবিধানে প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে, যা ক্ষমতার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। এনসিপি একটি ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্রীয় কাঠামো চায়।” শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠক শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। বৈঠকের প্রথমার্ধ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন জানান, “আমরা প্রস্তাব করেছি, যেন মৌলিক রাজনৈতিক সংস্কার হয়। গণপরিষদ নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের ওপরও জোর দিয়েছি।” তিনি আরও বলেন, “নির্বাচনের আগে ২৪-এর গণ-আন্দোলনের প্রেক্ষাপট বুঝে নিতে হবে। গণহত্যার বিচার এবং প্রশাসনিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। অন্তর্বর্তীকালীন সরকার যে ম্যান্ডেট নিয়ে এসেছে, তা বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন। সেই সময় দিতে হবে।” আখতার জানান, নির্বাচনকালীন সরকার শব্দে ‘নির্বাচন’ শব্দটি অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে এনসিপি। তিনি বলেন, “এই সরকার নির্বাচন আয়োজনের জন্যই দায়িত্বে থাকবে, সুতরাং নির্বাচনকেন্দ্রিক দায়বদ্ধতা তাদেরকে স্পষ্টভাবে বোঝাতে হবে।” বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনার কথা উল্লেখ করে তিনি জানান, “পুলিশ সংস্কার কেন এই আলোচনার অংশ, সেটিও আমরা জানতে চেয়েছি।” দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের কারণগুলো অনুধাবন জরুরি। একচ্ছত্র ক্ষমতার অবসান চাই আমরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকৃত পরিবর্তন না এলে জাতির কোনও লাভ নেই।” তিনি বলেন, “আমরা দুটি নির্বাচন চাই না, একটি নির্বাচনই যথেষ্ট। তবে সেটি হবে আইনসভা নির্বাচন, যার ভিত্তিতে গঠিত হবে গণপরিষদ। এই গণপরিষদই সংবিধান সংশোধনসহ গুরুত্বপূর্ণ কাজ করবে, যেন ভবিষ্যতে কেউ তা চ্যালেঞ্জ করতে না পারে।” বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এনসিপির পক্ষে অংশ নেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, আহ্বায়ক নাহিদ ইসলাম, সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও দুই প্রতিনিধি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com