বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে সকাল ৯.০০থেকে বিকেল ৪.৩০ মিনিট প্রর্যন্ত দিনব্যাপি সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।উক্ত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মজলুম জননেতা জনাব ফজলুর রহমান সাঈদ, সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি জনাব গোলাম কিবরিয়া মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলামসহ আরো অনেক স্হানীয় নেতৃবৃন্দ। শিক্ষা শিবিরে উদ্ভোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মজলুম জননেতা জনাব ফজলুর রহমান সাঈদ,শিক্ষা শিবিরের শুরুতে পবিএ কোরআনুল কারীমের সুুরা আত-ত্বাওবার ১১১নং আয়াত থেকে দারস্ পেশ করেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম,শিক্ষা শিবিরের শুরুতেই বক্তারা সদস্য (রুকনদের) দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপস্হিত সদস্যদের অবহিত করেন। এবং বক্তারা ইসলামী আন্দোলনের কর্মীদের নেতৃত্ব দেবার ক্ষেত্রে যে সকল গুণাবলি থাকতে হবে সে বিষয়ে বিস্তারিত বলেন।তাঁরা বলেন ইসলামী নেতৃত্ব্য দিবার ক্ষেত্রে কর্মীদের অবশ্যই কয়েকটি গুণাবলি থাকতে হবে তাঁর মধ্যে অন্যতম ঈমান, ইসলাম,ত্বাকওয়া এবং এহসান। সেই সাথে বক্তারা উপস্থিত সদস্যদের উদ্যেশ্য করে বলেন জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে দুনিয়ার কোন কিছুর প্রতি আকাঙ্খিত হওয়া যাবেনা বরং অন্যের চাওয়া পাওয়াকে সকলকিছুর উপর অগ্রাধিকার দিতে হবে। পরিশেষে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সকলের সমান অধিকার থাকবে,এখানে সংখ্যালঘু বলতে কিছু থাকবেনা আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। বিশেষ করে মহিলাদের চাকরি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলারাও তাদের ক্ষমতা এবং দক্ষতার বলে চাকরি করতে পারবে ইনশাআল্লাহ।