শুক্রবার ( ১৮ এপ্রিল ) মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা আর্দশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যাহ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মনজুর আলম বলেন, “মানবতার জন্য অত্র উপজেলার সেচ্ছাসেবী সংগঠন গুলোর কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করে,সেচ্ছাসেবী সংগঠন গুলো তাদের নানা কার্যক্রমে সবার পাশে যে ভাবে দাঁড়ায় তা সত্যিই প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রাখতে সকল সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের একটি ডাটাবেইজ গঠন পূর্বক সেচ্ছাসেবীদের কার্যক্রমে পাশে থেকে সহযোগিতার করার প্রতিশ্রুতি দেন তিনি।” পরে সেচ্ছাসেবী সংগঠন গুলোর প্রতিনিধিগণ নিজ নিজ সংগঠনের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।যে কোনো দুর্যোগে কিংবা সংগ্রামে একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান হাসিবুর রহমান হাসিব, বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন,স্বপ্নছোঁয়া আদর্শ যুব সংঘের সভাপতি মোঃ আব্দুল মালেক,মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থার প্রতিনিধি মোঃ রহিম উল্ল্যাহ প্রমূখ। এছাড়াও উল্লেখ যে,এই মিলনমেলায় মাটিরাঙ্গা উপজেলার ৩৪ টি সেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণের মাধ্যমে ঐক্য ও বন্ধুত্বের উদাহরণ সৃষ্টি করেছেন।