পটুয়াখালীর দুমকীতে ১মাস ধড়ে অসুস্থ গরু কম দামে কিনে অতিরিক্ত লাভের জন্য রাতের আধারে জবাই করে মাংস বিক্রির দায়ে ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তো ঘরের ব্যবসায়ী মো. রনি মৃধা(২৭) পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে(৭০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক জানান, অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিক হাজরা(ভারপ্রাপ্ত) মুক্ত খবর কে বলেন, একটি সুস্থ গরু কীভাবে নির্বাচন করতে হয় এবং কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করতে হয় তা আমরা কিছু দিন আগেও প্রশিক্ষণ দিয়েছি। প্রসঙ্গত, ৫০০ মিলিলিটারের ২ বোতল চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ অসাধু ব্যবসায়ী রণি মৃধা ও তার সহযোগী নয়নকে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর আটক করেছিল পুলিশ।