সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় আজ শনিবার ভোরে দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতার সময় বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে মো. জাকারিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত জাকারিয়া বগুড়ার শিবগঞ্জ থানার চাপাসিল উত্তর পাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় থেকে রোড কনস্ট্রাকশনের কাজ করতেন। নিহতের ভাই মো. শাহিন জানান, রাস্তা নির্মাণের কাজ চলার সময় আশুলিয়া পরিবহনের দুটি বাস দ্রুতগতিতে পাল্লা দিচ্ছিল। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে সেটি ভেঙে জাকারিয়ার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা পৌনে বারোটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত জাকারিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আশুলিয়া থানাকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায়ই বাসগুলো পাল্লা দিয়ে চলাচল করে এবং এর আগেও এমন ঘটনা ঘটেছে। তারা এই রুটে বাসগুলোর চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।