খাদ্য মন্ত্রনালয়ে দিনাজপুর চালকল মালিক গ্রুপের স্মারক লিপি প্রদান বাতিলকৃত মিলগুলোর লাইসেন্সসমুহ পুনঃবিবেচনা করে পুনঃবহালের অনুরোধ । আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন না করায় দিনাজপুরের ৩১৬টি চালকল ও খাদ্যশস্য ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। নিবন্ধন বাতিলের ফলে মিলগুলো ধান থেকে চাল উৎপাদন কার্যক্রম, বাজার জাতকরণ ও ধান-চাল মজুত করতে পারবে না। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট চালকলগুলোকে। ৩১৬ চালকলের মধ্যে ২৯৬টি সিদ্ধ ও ২০টি আতপ চালকল রয়েছে। বাতিলকৃত লাইসেন্সসমুহ পুনঃবিবেচনা করে পুনঃবহালের অনুরোধ জানিয়ে খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপ। আজ সকাল ১১টায় দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের নেতৃত্বে জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরীকে লাইসেন্সসমুহ পুনঃবিবেচনা করে পুনঃবহালের অনুরোধ জানিয়ে খাদ্য মন্ত্রনালয়কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারক লিপিতে বলা হয়েছে দিনাজপুর খাদ্যে (ধান/চালে) উদ্বৃত্ত জেলা উৎপাদিত চাল জেলার চাহিদা মিটিযে দেশের জাতীয় খাদ্যভান্ডারে সরবরাহ করা হয় এছাড়া সুগন্ধি চাল বিদেশে রপ্তানী করা হয়ে থাকে । ২০২৪-২০২৫ এ কৃষক পর্যায়ে ধানের মুল্য বেশী থাকার পরেও মিল মালিকগন সরকারী সংগ্রহ লক্ষ্য মাত্রা ৯৮ শতাংশ পুরন করেছে। বিগত সংগ্রহ মৌসুম গুলিতে মিলমালিকগন বার বার ক্ষতিগ্রস্ত হবার পর সরকারের ঘরে চাল দিয়েছে। ধানের মুল্য উর্দ্ধগতি ,প্রাকৃতিক দুর্যোগ,,বৈদ্রুতিক লোড শেডিং ব্যাংক ঋনের সুদের হার বৃদ্বি ও আর্থিক সক্ষমতা না থাকায় ৩১৬ টি মিল খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি সম্পাদন করতে পারেনি। উক্ত মিলগুলোতে ১৫ থেকে ১৭ হাজার শ্রমিক কাজ করে। যাদের উপার্জনের উপর তাদের পরিবার নির্ভরশীল। কর্মরত শ্রমিক,টেকনিশিয়ানসহ ব্যাংক হতে গৃহীত ঋন ঝুকির মধ্যে পড়বে। মালিকরা আর্থিকভাবে দেউলিয়া হয়ে পারবে। লাইসেন্স বাতিলকৃত মিলমালিকগন তাদের অক্ষমতা উল্লেখ করে ক্ষমা চেয়ে আবেদন করেছে । স্মারকলিপি প্রদান কালে দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন , দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিক,সহ সভাপতি আকতারুজ্জামান জুয়েল , সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী,মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু এবং লাইসেস্ন বাতিলকৃত মিল মালিকগন উপস্থিত ছিলেন ।