1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ রামপালে আশার মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে যুব রেড ক্রিসেন্ট এর সমন্বয় সভা অনুষ্ঠিত পাংশা ইউএনও অফিস ও মডেল থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদান শেরপুরের ঝিনাইগাতীতে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন জিয়ানগর উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত মানুষের সাথে প্রতারনার অভিযোগ রয়েছে দৈনিক দিনের কন্ঠ প্রতিকার উপর কালবৈশাখী ঝরে গাছ ভেঙে মুদি দোকানে বিপুল ক্ষয়ক্ষতি সখিপুরে শিশু বলাৎকারের শিকার ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছয় দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

নাজিরপুরে যুবকের পুরুষাঙ্গ নিজে কর্তন : মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে নিজ পুরুষাঙ্গ নিজে কেটে ফেললেন মো: বায়েজিদ শিকদার (২৮) নামের এক যুবক। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন বানিয়ারী গ্রামের এমাদুল শিকদারের ছেলে। বরিবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির বসত ঘরে বসে ওই যুবক এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটান। মুমূর্ষু অবস্থায় প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, রবিবার দুপুরে ওই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।তার পুরুষাঙ্গ সম্পূর্ন কেটে বিচ্ছিন্ন করা হয়েছে,তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ওই যুবকের চাচী জানান, বায়জিদ শিকদারের পিতা মাঠে ধান কাটার কাজে ও মা পরিবারের কাজে ব্যাস্ত থাকায় রবিবার দুপুরে তিনি তার নিজ বাড়ির পাকা বসত ঘরের দরজা আটকে নিজের পুুরুষাঙ্গ নিজে কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। তার আত্ম চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি জানান বায়জিদ শিকদার একজন মানসিক ভারসম্যহীন,এর আগে গত বছর সে আত্মহত্যার উদ্দেশ্যে নিজ বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছিল। এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, বায়জিদ সিকদার নামে এক যুবক পুরুষাঙ্গ সম্পূর্ণ কর্তন করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তির খবর শুনেছি, তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com