লাউ গাছের একটি ডগায় ধরেছে ২২টি লাউ। আর সেই লাউ দেখতে বিভিন্ন এলাকার মানুষ এসে ভীড় করছে। ব্যতিক্রম এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রামের শাহানুর খান ও রনু বেগম দম্পত্বির বাড়িতে। জানা গেছে, শাহানুর বাড়িতে লাগানো লাউয়ের গাছে হঠাৎ করেই একটি গিট (গাছের শাখার সংযোগ স্থল) থেকে অসংখ্য লাউয়ের ফুল বের হতে থাকে। সেই ফুল থেকে এক এক করে ২২টি লাউ ধরেছে যা দেখতে একটি থোকার মতো মনে হয়। ঐ দম্পত্তি জানান, লাউ গাছগুলো তিনি নিজ হাতে লাগিয়েছেন। ইতোমধ্যে অনেকগুলো লাউ স্বাভাবিক ভাবেই ধরেছে এবং সেগুলোর কিছু খেয়েছেন আর কিছু বিক্রি করেছেন। এর মাঝে হঠাৎ করে একটি গিট থেকে অসংখ্য লাউয়ের ফুল এবং কচি লাউ আসতে থাকে। এর মধ্যে ২২টির মতো লাউ একই ডগায় ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি ঝোঁপায় (থোকায়) সব লাউ ঝুলে আছে। লাউ দেখতে আসা প্রতিবেশী বাবর আলী খান জানান, লাউ গাছের একটি ডগায় একসাথে এতগুলো লাউ কোনদিনও দেখিনি। আজ লাউ গুলো দেখে খুবই ভালো লাগছে। জীবনের এই প্রথম এক সাথে একটি ডগায় ২২ টি লাউ ধরা দেখলাম। উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, এক ডগায় অসংখ্য লাউ ধরা অস্বাভাবিক কোনো ঘটনা না। এটা জেনেটিক সমস্যার কারনে হয়ে থাকে তবে এটা কৃষকের জন্য খবই ভাল