চট্টগ্রামে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলী খেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে বলী বাঘা শরীফকে।
সোমবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহিদ উল্লাহ, থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইহসান, ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, আছাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল পাঠান, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গণি, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক সরকার, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগরসহ সাংবাদিক, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঘা শরীফের বাড়ি হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে। তার বাবার নাম মো. কুদ্দুস।
উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শরীফকে বিশ হাজার টাকা নগদ টোকেন মানি পুরস্কার দেওয়া হয়েছে।