টেলিফোন রাজস্ব অফিস, এক্সচেঞ্জ ভবন, সিরাজগঞ্জে সরকারি দায়িত্ব পালনের চরম অবহেলার দৃশ্য চোখে পড়েছে আজ ২৯ এপ্রিল ২০২৫, দুপুর ১২টা ৫৫ মিনিটে।
অফিস চলাকালীন সময়ে উপস্থিত থাকা কথা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র। পুরো অফিসজুড়ে ফ্যান ও লাইট চালু থাকলেও, কোথাও দেখা মেলেনি কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর। অফিসে শুধুমাত্র একজন কম্পিউটার ম্যানকে দায়িত্ব পালনে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, “সাধারণ মানুষ নানা প্রয়োজনে এ অফিসে আসেন, কিন্তু নির্দিষ্ট সময়েও কর্মকর্তা-কর্মচারীদের না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।”
সরকারি অফিসে এমন দায়িত্বহীনতা প্রশ্ন তোলে প্রশাসনিক নজরদারি ও জবাবদিহিতার প্রতি।
একজন ক্ষুব্ধ নাগরিক বলেন, “জনগণের টাকায় যাঁদের বেতন চলে, তাঁরা যদি জনগণের সেবা না করেন, তবে তারা এ দায়িত্বে কীভাবে বহাল থাকেন?”
এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ সেবাপ্রত্যাশীরা। তারা আশা করছেন, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এমন অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।