আজ মঙ্গলবার মধ্যরাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ জিরো পয়েন্ট এলাকা থেকে ভারতীয় ৭টি ব্রেন্ডের ৫৭০ বোতল মদ আটক করেছে পুলিশ। যার বাজার মূল্য ছিল প্রায় ৩০ লক্ষ্য টাকা। অভিযানটি পরিচালনা করেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল আমিনের নেত্তৃতে তদন্ত কর্মকর্তা আজম, এস আই হাসেম, এস আই হারুন ও এস আই জামালসহ একটি চৌকস পুলিশের দল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিরো পয়েন্টের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের অবৈধ মদ প্রবেশ করানোর সময় পুলিশ এসব মদ আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
তদন্ত কর্মকর্তা আজম জানান, “আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল আজ ভোরে একটি বড় চালান ঢুকতে পারে। আমরা সতর্ক অবস্থানে ছিলাম এবং মদের বোতলগুলো জব্দ করতে সক্ষম হই। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।