খুলনার বটিয়াঘাটা সাব রেজিস্ট্রি অফিসে নবাগত সাবরেজিষ্ট্রার অঞ্জু দাসের যোগাদান, অতঃপর দলিল লেখক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয় । গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় দলিল লেখক সমিতির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রি অফিসে উক্ত শুভেচ্ছা জানান হয় । উল্লেখ্য বিদায়ী সাবরেজিস্ট্রার অমায়িক বাবু সাতক্ষীরা জেলার আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসে পদায়ন করা হলে খুলনা বিভাগের ব্যাস্ততম ও সর্বচ্চ রাজস্ব আদায়ের একমাত্র প্রতিষ্ঠান বটিয়াঘাটা সাব রেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার’র পদটি শূন্য হয় । গত কয়েক সপ্তাহ ধরে ডুমুরিয়া সাবরেজিস্ট্রার অঞ্জু দাস অস্থায়ী ভিত্তিতে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুই কাজ চালিয়ে আসছিল । কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের কথা চিন্তা করে ডুমুরিয়া সাবরেজিস্ট্রারকে পদায়ন করে গতকাল মঙ্গলবার সকালে স্থায়ী ভাবে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার হিসেবে যোগদান করেন । যোগদানের পর দলিল লেখক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবরেজিস্ট্রি অফিসের পেসকার শ্যামল কান্তি বিশ্বাস, দলিল লেখক সমিতির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব আলহাজ্ব আব্দুল হালিম আঁকঞ্জী, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মুসা, সাবেক কোষাধ্যক্ষ বিপ্লব বালা, বীর মুক্তিযোদ্ধা অনুকূল গোলদার,সাধন গাইন, জগদীশ রায়,এস এম এ ভূট্টো, জয়ন্ত গাইন,মিল্টন মহলদার, ইসলাম তরফদার, মেজবাউল আলম তুহিন সহ দলিল লেখক সমিতি ও নকল নবিস সমিতির সদস্যবৃন্দ ।