শেরপুর জেলার শ্রীবরদী উপজোর ৮ নং খরিয়া কাজিরচর ইউনিয়নের উত্তর লংঙ্গর পাড়া গ্রমের হাজি বাড়ি কাপড় ব্যবসায়ী আব্দুল আওয়ালের মাত্র চার বছরের এক শিশু মোঃ লাবিব হোসেন হয়ে উঠেছেন অলৌকিক শিশু কবিরাজ। এলাকাবাসী মনে করেন,জারফুক,পানি ও তৈল পড়া ব্যবহার করে সুস্থ হয়ে যাচ্ছে অনেক জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা। এই খবর ছড়িয়ে পড়তেই হাজারো মানুষের ভিড় জমে উঠেছে ঐ শিশু কবিরাজের বাড়িতে। শুনতে আশ্চর্য মনে হলেও সরজমিনে গিয়ে দেখা যায় এমন ঘটনার বাস্তবতা। গত কয়েক মাস আগে তার মা অসুস্থ হলে চিকিৎসার জন্য শেরপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় অনেক দৌড়াদৌড়ি করেন। এরপরে তার চার বছরের শিশু পুত্র হটাৎ পানি পড়া দিলে তার মা সুস্থ হয়ে যায়। তারপরে স্থানীয় অসুস্থ রোগীরা খবর পেয়ে শিশুটির কাছে আসেন, শিশুটির ঝাঁড় ফুকে সুস্থ হয়ে উঠেন অনেক রোগী,এমনটাই এলাকা বাসীর দাবী। আর এই খবর ছড়িয়ে পড়ায় জেলাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেন নারী পুরুষ সহ নানা বয়সী হাজার হাজার মানুষ।এখন সকাল থেকে সন্ধা পর্যন্ত তিন থেকে চার হাজার রোগিকে ঝাঁড়ফুক পানি ও তৈল দিয়ে যাচ্ছেন এই শিশু কবিরাজ।