1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ কালকিনিতে থানা পুলিশ থেকে ছিনিয়ে নেয়া আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার মাদারগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক রায়পুরায় বি আর ডি বির অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি পলাশবাড়ীতে কেন্দ্রীয় জামে মসজিদের ৮৭ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ সেক্রেটারীর বিরুদ্ধে মাওলানা শহিদ রইস হত্যার প্রতিবাদে পরশুরামের আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল পরশুরামে ২৮০ কৃষকের মাঝে আউশধানের বীজ ও সার বিতরণ নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ

কলাপাড়ায় চাঁদার দাবিতে অফিস সহকারী শাহিনকে পিটিয়ে জখম

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

২৯এপ্রিল পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে দেলোয়ার হোসেন

শাহিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে অপর দুই দুই যুবকের বিরুদ্ধে। বর্তমানে শাহিন শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। সোমবার রাত নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহিন পশ্চিম বাদুরতলী গ্রামের মৃত আবদুর রাজ্জাকের পুত্র। সে পার্শ্ববর্তী উপজেলায় আমতলী ডঃ শহিদুল ইসলাম কলেজের অফিস সহকারী আমতলীর পদে কর্মরত আছেন।

আহত শাহিন বলেন, ঈদুল ফিতরের আগের দিন আমার কাছ বাড়ি যাওয়ার কথা বলে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি একই এলাকার আসলাম হাওলাদার নিয়ে যায়। এ সময় সে কৌশলে আমার মানিব্যাগ থেকে মোটরসাইকেলের কাগজ নিয়ে যায়। পরে আমি বারবার মোটরসাইকেল ফেরত চাওয়া সত্ত্বেও সে আমার মোটরসাইকেলটি নিয়ে উল্টো আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ৬০ হাজার টাকা চুক্তি করে নগদ ১০ হাজার টাকা দিয়ে এবং ৫০ হাজার টাকা বাকি রেখে একটি ব্লাংক চেক দিয়ে আমি মোটরসাইকেলটি ফেরত আনি। বিষয়টি লোক লজ্জার ভয়ে আমি কাউকেই জানাইনি। কয়েকদিন ধরে আসলাম আমার কাছে ১০ হাজার টাকা চায়। আমি মান ইজ্জত যাওয়ার ভয়ে গতকাল ব্যাপক চেষ্টা করেছি, এমনকি বেশ কয়েকজনের কাছে সুদে টাকা আনার জন্যও চেষ্টা করেছি। কিন্তু কোথাও টাকা পাইনি। গতকাল আমাদের বাড়ির পাশে মাহফিল চলছিলো। রাত নয়টার দিকে মাহফিলে যাওয়ার সময় আসলাম আমাকে ডেকে সিগারেট খাওয়ার কথা বলে পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা সংলগ্ন বিলের মধ্যে নিয়ে যায়। পরে সেখানে বসে আসলাম ও তার চাচাতো ভাই বাদল ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে আমাকে ব্যাপক মারধর করে বিলের মধ্যে ফেলে রেখে চলে যায়। এসময় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত আসলাম হাওলাদার বলেন, শাহিদ আমার চাচাতো ভাই বাদল তার স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। এজন্য বাদল তাকে মারধর করে।  আমি শাহীনকে ওখান থেকে  ছাড়িয়ে নিয়ে আসি। আমি শাহীনকে মারধর করিনি ও তার কাছে কোন টাকা দাবি করিনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

এ বিষয়ে বাদল বলেন, গতকাল রাতে শাহিন আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে খারাপ প্রস্তাব দেয়। আমার স্ত্রী রাজি না হয়ে। শাহিন বাড়িতে এসেছে আমাকে বাজে কথা বলে তুমি তাড়াতাড়ি চলে আসো বলে ফোন করে। আমি বাড়ির সামনে আসলে শাহীনকে রাস্তার উপর দাঁড়ানো দেখতে পাই। শাহীনকে আমি বাড়িতে আসার কারন জিজ্ঞেস করলে  সে দৌড় দেয়। তখন আমি লাঠি দিয়ে শাহীনকে দুটি বাড়ি মারি। এ সময় আসলাম এসে আমার হাত থেকে শাহিনকে ছাড়িয়ে নিয়ে যায়।

বিষয়টি অন্যদিকে নেওয়ার জন্য আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলছে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন,এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com