খুলনার বটিয়াঘাটা উপজেলায় আইন সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।সোমবার বেলা ১২টার উপজেলা পরিষদ হলরুমে আইন সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা স্বামী আক্তার, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এনায়েত আলি বিশ্বাস, কবির আহমেদ খান, বটিয়াঘাটা প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক ইমরানহোসেন, ৭ নং আমিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কৌশিক পাল, সাব ইন্সপেক্টর জাকারিয়া, ইউনিয়ন পরিষদ সচিব আবুল কালাম আজাদ, চিরঞ্জিত রায়, মোহাম্মদ শামিমুজ্জামান। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমরা ছিন্নমূল হতদরিদ্র ও যারা আইন সম্পর্কে ধারণা কম তাদেরকে এখন থেকে আমরা আইনি সহায়তা প্রদান করব। আপনারা ১৬৪৩০ এই নাম্বারে কল করে আইনের সহায়তা পাবেন।