পার্বত্যাঞ্চলের সীমান্ত দিয়ে ভারতীয় মুসলমানদের বাংলাদেশে পুশ ইন করছে বর্ডার সিকিউরিটি গার্ড (বিএসএফ)। ভারতে বাস করা মুসলমানদের বাংলাদেশী আখ্যা দিয়ে পুশ ইনের চেষ্টা চলমান।
৭ মে ২০২৫ সকালে পানছড়ির সীমান্ত এলাকায় রুপসেনপাড়ায় বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে (উপজাতীয় এলাকায়) ভারতীয় নাগরিক (পুরুষ, মহিলা শিশু সহ) তিন পরিবারের ২৪ জন এবং বিটিলা এলাকা দিয়ে ০৬ জন মহিলাসহ ৩০ জনকে আটক করেন।
ধারণা করা হচ্ছে ,বুধবার ভোরে ভারতের আগর তলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহীন অরণ্য এলাকা দিয়ে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে। তারা প্রত্যেকেই গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
পুশ ইন করা আটক ব্যক্তিরা জানান, তারা মুসলিম। বাবা-মা সহ ভারতের গুজরাটে বসবাস করতেন। তাদেরকে গুজরাট হতে ২টি বিমান যোগে আনুমানিক ৪৫০ জন কে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। এবং পর্যায়ক্রমে বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ ইন করছে।
অপরদিকে ,একই জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকার ভারত সীমান্ত দিয়ে গুজরাটের ৩টি পরিবারের ২৭ জন মুসলিম ভারতীয় নাগরিককে বিএসএফ বাংলাদেশে পুশ ইন করে ।বর্তমানে তারা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর ২নং ওয়ার্ডের আবুল হোসেন মেম্বারের বাড়িতে অবস্থান করছেন ।
পুশ ইনের সত্যতা স্বীকার করে পানছড়ি ব্যটালিয়ন ৩ বিজিবি সুত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি নিয়োজিত রয়েছে।