1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বগুড়া সারিয়াকান্দি উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন সুন্দরবনে বিষাক্ত থাবা, আটক ৪ মাছ শিকারী বিশেষ চিহ্ন থাকলে দাড়াতে হবেনা লাইনে ছাগল পালন করে স্বচ্ছল সাইফুর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের তিনজনসহ নিহত ৫ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ডোমার উপজেলায় নতুন ইউএনও শায়লার যোগদান এবং নাজমুলের বিদায় সংবর্ধনা সুন্দরবন থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ আমতলীর চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার বদলগাছী বিষ্ণুপুর ব্রিজের নিচে পরিত্যক্ত মাংস উদ্ধার, জনমনে শঙ্কা

র‍্যাবের অভিযানে রাজশাহীর চারঘাটে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসাী খালেক’কে গ্রেফতার

আকতারুজ্জামান জেলা, প্রতিনিধি (রাজশাহী)
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

র‍্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় অদ্য ইং ০৭ মে ২০২৫ তারিখ সকাল- ০৯-টা ৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজারে অভিযান পরিচালনা করে। ওইসময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক (৪৫), পিতা মোঃ আনসার আলী, সাং- মহদিপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে মাদকদ্রব্য’সহ গ্রেফতার করা হয়। অভিযানে জব্দকৃত আলামত হলো যথাক্রমে, (ক) ৩৯৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, (খ) ০১টি ব্যাটারী ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী, (গ) মোবাইল ফোন- ০১টি, (ঘ) সীম কার্ড- ০১ টি উদ্ধার করা হয়।

 

ঘটনার বিবরণে প্রকাশ : গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজার নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করার জন্য আসছে। পরবর্তীতে র‍্যাবের চৌকস গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অদ্য তারিখে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ব্যাটারী ইঞ্জিন চালিত ভ্যান’সহ গ্রেফতার করতে সক্ষম হন। অভিযান চলাকালীন সময়ে উক্ত ভ্যানের ব্যাটারী রক্ষিত বক্সের ভিতর হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

গ্রেফতার কৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় ভ্যান চালক। ভ্যানে যাত্রী ও পণ্য পরিবহণের আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার চারঘাট থানার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক রাজশাহী চারঘাটে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামত  উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (২৭-মে ২০২৫ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

 

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com