খুলনা মহানগরীতে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মূখীকরণ উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অন্তর্গত খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আয়োজনে সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে বুধবার (৭ মে) বিকাল ৪ টায় নগরীর বয়রাস্থ বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট এর সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ অহিদুল আলম। এসময় এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ^াসের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান।
আরও উপস্থিত ছিলেন, কেসিসি’র ২৭ নম্বর ওয়ার্ডের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা অসিত কান্তি ঘোষ, ২৯ নম্বর ওয়ার্ডের এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, ২০ ও ৩০ নম্বর ওয়ার্ডের মোঃ সেলিমুল আহাদ, ১৮ নম্বর ওয়ার্ডের রেজবিনা খানম, ২৮ নম্বর ওয়ার্ডের এস এম আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মোঃ নাজমুল হাসান ও এপি স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার লিজা হালদার।
অতিথিবৃন্দের আলোচনা শেষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ঝরে পড়া ৬২ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি শিক্ষা উপকরণ তুলে দেন এবং তাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন।