সিলেটের বালাগঞ্জ-খসরুপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পৈলনপুর-ফাজিলপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় ব্রিজের পাশে সড়কের এ অংশ হঠাৎ করে দেবে যায়। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
জানা গেছে, গত বছরের বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে কুশিয়ারা নদীর ভাঙনে এ সড়কের কয়েকটি স্থান ক্ষতিগ্রস্থ হয়। পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ স্থানগুলোর সঙ্গে এ স্থানটিও মেরামত করেছিল।
স্থানীয়দের অভিযোগ, যথাযথভাবে মেরামত কাজ না করায় মঙ্গলবার দিবাগত রাতে এ স্থানটি হঠাৎ করে দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুই বছর আগে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল। কিন্তু বারবার ভাঙনে আক্রান্ত হওয়ায় দুর্ভোগ পিছু ছাড়ছে না এলাকাবাসীর।
পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, কুশিয়ারা নদীর ভাঙনে এ এলাকার মানুষ অন্তহীন ভোগান্তিতে আছেন। যোগাযোগ অব্যাহত রাখতে সড়কের দেবে যাওয়া স্থানটি জরুরি মেরামত করা খুবই প্রয়োজন।
এদিকে জরুরি মেরামত নিয়ে এলজিইডি এবং পাউবো’র মধ্যে ধাক্কাধাক্কি চলছে। একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করছে।
এলজিইডির উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ বলেন, পানি উন্নয়ন বোর্ড এই স্থানটি মেরামত করেছিল। তাদের প্রজেক্ট চালু আছে, আমরা তাদেরকে জানিয়েছি।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী বলেন, নদী ভাঙন প্রতিরোধে একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। আমরা নদীর তীর সংরক্ষণে কাজ করি। পাকা সড়কটি এলজিইডির, সড়কের দেবে যাওয়া অংশের জরুরি মেরামত তারা করবেন।