টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দামপাড়া মৌজায় নেশাগ্রস্ত এক ব্যক্তিকে এক বছরে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল মধুপুর পৌরসভাধীন দামপাড়া গ্রামে মাদকাসক্তএক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান মোবাইল। জানা যায় সেই মাদকাসক্ত রাস্থায় জনসাধারণের জনসাধারণের উপর নানা ধরনের হুমকি প্রদান করত। এবং এলাকায় নানা ধরনের অপরাধ করে করতো। তাই
শান্তি বিনষ্টের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শো টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৬ মে ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি দল। তিনি আরো জানান, নেশাগ্রস্ত ব্যক্তিরা সমাজে নানা ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। এমনকি নেশার টাকা সংগ্রহ করতে প্রাণহানিও ঘটনাও ঘটছে।
তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।